খেলাধূলা প্রতিনিধি:
বর্তমানে পিএসজিতে প্রতি বছর ২ কোটি ২০ লাখ ইউরো করে বেতন পাচ্ছেন এমবাপ্পে। সে হিসেবে তাঁকে নতুন চুক্তিতে দ্বিগুণেরও বেশি বেতন সাধছে পিএসজি। চোখ কপালে তোলার মতো এই খবর দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন। নতুন চুক্তি অনুযায়ী এমবাপ্পেকে মেসি ও নেইমারের চেয়েও বেশি বেতনভোগী খেলোয়াড় বানাতে চাইছে পিএসজি। ফোর্বসের তথ্যমতে, মেসিকে প্রতিবছর ৪ কোটি ১০ লাখ ইউরো বেতন দিচ্ছে পিএসজি, ওদিকে নেইমারকে দিচ্ছে ৩ কোটি ৬৮ লাখ ইউরো। নতুন চুক্তিতে সই করলে মেসির চেয়ে ৯০ লাখ ও নেইমারের চেয়ে ১ কোটি ৩২ লাখ ইউরো বেতন বেশি পাবেন এমবাপ্পে। এমবাপ্পেকে দলে টানার জন্য রিয়াল মাদ্রিদের ইচ্ছা আজকের নয়। রিয়ালের নাগাল থেকে এমবাপ্পেকে দূরে রাখার জন্যই তো পিএসজির এত তোড়জোড়!
কিন্তু রিয়ালের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। গত গ্রীষ্মে এমবাপ্পের দিকে আনুষ্ঠানিকভাবে আবারও হাত বাড়ায় রিয়াল, পিএসজিকে দেয় ১৭ কোটি ইউরোর প্রস্তাব।
লাভ হয়নি। হবেই–বা কী করে? বিশ্বের অন্যতম ধনী ক্লাব পিএসজির তো টাকাপয়সার কোনো সমস্যা নেই। দুই ধনী পরাশক্তির কাছে ব্যাপারটা যত না টাকাপয়সার, তার চেয়ে বেশি অহমের।
‘দরকার হলে এমবাপ্পের চুক্তি শেষে তাঁকে বিনা মূল্যে ছেড়ে দেব, তাও রিয়ালের কাছে বিক্রি করব না’—এমবাপ্পেকে নিয়ে পিএসজির নীতি এখন এমনই।
দেখা যাক, পিএসজির নতুন প্রলোভনে এমবাপ্পে সাড়া দেন কি না!
বিএসডি/ এফএস