আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়াতে অ্যাপল তাদের সকল পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে এ প্রতিক্রিয়া জানায় প্রযুক্তি জায়ান্টটি। এছাড়া অ্যাপল পে ও অ্যাপল ম্যাপের মতো অন্যান্য পরিষেবাগুলোও সীমিত করা হয়েছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোভিত্তিক কোম্পানিটি।
আইফোন জায়ান্ট বলেছে, রাশিয়ার আগ্রাসনে বেশ গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতার ফলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তারা।
অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের নাগরিকদের জন্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আইফোন অ্যাপল ম্যাপে ট্র্যাফিক এবং লাইভ ঘটনা উভয় কার্যক্রমই নিষ্ক্রিয় করে দিয়েছে।
গত সপ্তাহে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেদেরভ অ্যাপলের সিইও টিম কুকের কাছে একটি খোলা চিঠি লিখেন। যেখানে তিনি অ্যাপলকে রাশিয়াতে তাদের সকল পণ্য, পরিষেবা ও অ্যাপ স্টোর থেকে বিচ্ছিন্ন করতে বলেছিলেন।
এর আগে রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর ইউটিউব থেকে বিজ্ঞাপন আয় সীমিত করে দেয় গুগল। আর এসব সংস্থাগুলোর সরাসরি অর্থায়ন করত রাশিয়ার সরকার। প্রতিষ্ঠানটি ব্লগ পোস্টে জানিয়েছে, সকল নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: বিবিসি।
বিএসডি/ এফএস