নিজস্ব প্রতিবেদক:
বন্দিদের সাথে স্বজনদের সরাসরি সাক্ষাতের জন্য ফের উন্মুক্ত করা হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। প্রায় এক বছর পর বুধবার থেকে সীমিত পরিসরে বন্দিরা সরাসরি সাক্ষাতের সুযোগ পাচ্ছেন স্বজনদের সাথে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে বন্দিরা স্বজনদের সাথে সাক্ষাত করতে পারছেন। এক্ষেত্রে বন্দি কিংবা সাক্ষাত প্রার্থী যে কোন এক জনের ডবল ডোজ টিকা থাকতে হবে। সাক্ষাতে কথা বলার জন্য তাদের ১৫ মিনিট করে সময় দেয়া হচ্ছে।’
জানা যায়, করোনা প্রাদুর্ভাব শুরু হলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দিদের সাথে স্বজনদের সরাসরি সাক্ষাত বন্ধ করে দেয়া হয়। গত বছরের মার্চ মাসে এক মাসের জন্য সরাসরি সাক্ষাত উন্মুক্ত করা হলেও দ্বিতীয় ঢেউ শুরু হলে ফের তা বন্ধ করে দেয়া হয়। বুধবার থেকে ফের সরাসরি সাক্ষাত সুবিধা চালু করে কারা কতৃপক্ষ। কারাগারের দ্বিতীয় এবং তৃতীয় তলায় সরাসরি সাক্ষাতের জন্য তৈরি করা হয়েছে ৬৪টি বুথ। ওই বুথেই বন্দিদের স্বজনের সাথে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। সরাসরি সাক্ষাতের পাশাপাশি বন্দিদের জন্য থাকছে মোবাইল করার সুবিধাও। পাশাপাশি কোয়ারেন্টাইন বাধ্যবাধকতাও কিছুটা শিথিল করা হয়েছে। কারাগারে আসা বন্দিদের মধ্যে যাদের ডবল ডোজ রয়েছে তাদের ৭ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। যাদের ডবল ডোজ নেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে ১২ দিন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘সামাজিক দূরত্ব মেনেই তৈরি করা হয়েছে দেখা করার বুথ। সাক্ষাতের সময় বন্দি ও তাদের স্বজনদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একজন বন্দি স্বজনের সাথে সাক্ষাতের পরপরই স্যানিটাইজ করা হয় দেখা করার বুথ।’
বিএসডি/ এলএল