বিনোদন ডেস্ক:
আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত নন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বুধবার এ তথ্য জানায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) একটি সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানায়, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই।
এনসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না।
তিনি নিজেও মাদক নিতেন না! তাই কী কারণে তাঁর মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনই বা ফোনের বার্তা দেখা হয়েছিল―তাঁরা তদন্তে নেমে তা বুঝতেই পারেননি।
কারণ অভিনেতা-পুত্রের কোনো বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনাে তথ্যের উল্লেখ নেই। তাদের আরো দাবি, এনসিবির থেকে যে অভিযান চালানো হয়েছিল তারও কোনো ভিডিও রেকর্ডিং নেই।
যদিও চূড়ান্ত চার্জশিট পেশ করার আগে তদন্তদল আবার বিষয়টি খুঁটিয়ে দেখবে। পুরো প্রক্রিয়া শেষ হতে আরো সময় লাগবে। তখন জানা যাবে, আরিয়ান আদৌ অপরাধী কি না।
প্রমোদতরি অভিযান, তদন্তের ফাঁকের পাশাপাশি সিট প্রশ্ন তুলতে চলেছে ব্যুরোর প্রাক্তন মুম্বাই আঞ্চলিক দলের পরিচালক সমীর ওয়াংখেড়ের আচরণ নিয়েও। অভিযান এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে একাধিকবার ওয়াংখেড়েকে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওয়াংখেড়ে গত ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের গ্রিন গেটে আন্তর্জাতিক জাহাজ বন্দর থেকে কর্ডেলিয়া নামের প্রমোদতরিতে অভিযান চালান। তাঁর সঙ্গে ছিলেন এনসিবির একদল অফিসার। অভিযান চালিয়ে ১৩ গ্রাম কোকেন, পাঁচ গ্রাম মেফেড্রোন, ২১ গ্রাম মারিজুয়ানা, ২২টি মাদক বড়ি এবং ১.৩৩ লাখ টাকা বাজেয়াপ্ত হয়েছিল।
তবে এই বিতর্ক ভুলে আরিয়ান কাজে মন দিয়েছেন। তিনি কাজ করবেন ক্যামেরার পেছনে। লেখক হিসেবে শুরু করবেন নিজের ক্যারিয়ার। শোনা যাচ্ছে, একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন, একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন। ওয়েব সিরিজটি তৈরি হবে আমাজন প্রাইমের জন্য।
আরিয়ানের লেখা সিরিজ ও সিনেমা প্রযোজনা করবে তাঁর মা-বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
এ ছাড়া বেশ কয়েকটি হলিউড ছবির স্বত্ব কিনতে বাবাকে পরামর্শ দিয়েছেন আরিয়ান। আগে শাহরুখ প্রযোজিত রিমেক ছবি ‘বদলা’ সুপারহিট হয়। এর পরই রিমেকে আগ্রহী হয়ে উঠেছেন শাহরুখ।
এবার হিন্দি রিমেকের জন্য স্বত্ব কিনছেন আরিয়ানের করা তালিকা দেখে।
বিএসডি/ এলএল