আন্তর্জাতিক ডেস্ক:
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত রাশিয়া যেসব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, তার মধ্যে খারসন সবচেয়ে বড় শহর। এখানে প্রায় তিন লাখ মানুষের বসবাস। কৌশলগতভাবে এ শহর রুশ সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে উঠতে পারে। খারসন শহরটি কৃষ্ণসাগরের গুরুত্বপূর্ণ বন্দর শহর এবং শিল্পকেন্দ্র।
খারসন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার মানে হলো দেশটির গুরুত্বপূর্ণ একটি পানির উৎসকেও নিয়ন্ত্রণ করা। রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের দখল নেওয়ার পর ইউক্রেন নর্থ ক্রিমিয়ান খালে বাঁধ তৈরি করেছিল। এতে ক্রিমিয়ায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। অঞ্চলটিতে পানিসংকট দেখা দেয়।
ইউক্রেনে সামরিক অভিযানের ক্ষেত্রে রাশিয়ার মূল লক্ষ্যবস্তুগুলোর একটি খারসন। সেখানকার গুরুত্বপূর্ণ পানিপথকে উন্মুক্ত করা এবং ক্রিমিয়ায় আবারও পানি সরবরাহ চালু করা তাদের একটি প্রধান লক্ষ্য।
বিএসডি/ এফএস