আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক বাজারের পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরেও ক্রমেই হ্রাস পাচ্ছে স্থানীয় মুদ্রা রুবলের মূল্য। এমন পরিস্থিতিতে রুশদের রুবল বিক্রি করার প্রবণতা ঠেকাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিদেশী মুদ্রার দাম বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। ব্যক্তি পর্যায়ে বিদেশী মুদ্রা ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকটি ৩০ শতাংশ কমিশন আরোপ করেছে ।
ইতিমধ্যে রুবলের মূল্য রেকর্ড পরিমাণ হ্রাস পেয়েছে। এই অবস্থায় রুবলকে স্থিতিশীল করতে দেশের বাইরে টাকা পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বেশ কয়েকটি জরুরি পদক্ষেপ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার সাধারণ জনগণের মধ্যে সম্প্রতি নগদ উত্তোলনের হিড়িক পড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
সূত্র:বিবিসি ও রয়টার্স।
বিএসডি/ এফএস