বর্তমান সময় ডেস্ক:
ইতোমধ্যেই দেড় বছর পেরিয়ে গেছে, তবে অ্যামাজনের লুনা ক্লাউড গেমিং সেবা অবশেষে প্রাথমিক প্রত্যাশার চেয়ে অনেক বেশি স্থায়ী হয়েছে। অ্যামাজন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে গেমিং সেবাটি চালু করেছে।
লুনা ক্লাউড গেমিং সেবাটি অ্যান্ড্রয়েড, আইওএস, ক্রোমওএস, ম্যাকওএস এবং উইন্ডোজে ব্যবহার করা যাবে। কোর লুনা প্লাস সেবায় শতাধিক গেমস রয়েছে। আর এজন্য মাসে সাধারণত ১০ ডলার খরচ করতে হয় ব্যবহারকারীকে। এর পাশাপাশি শিশুদের উপযোগী ফ্যামিলি চ্যানেল ও ইউবিসফট প্লাস চ্যানেল মাসে যথাক্রমে ছয় ডলার ও ১৮ ডলারে ব্যবহার করা যায়।
আনুষ্ঠানিকভাবে সেবাটি চালু করা উপলক্ষে মার্চ মাসে যারা নতুন সাইনআপ করবে তাদের জন্য লুনা প্লাস এবং ফ্যামিলি চ্যানেল যথাক্রমে মাত্র ছয় ও তিন ডলারে ব্যবহার করতে পারবেন। আর বিদ্যমান গ্রাহকদের এই সুবিধা পেতে হলে তাদেরকে তাদের সাবস্ক্রিপশন সেবা চালিয়ে যেতে হবে।
আনুষ্ঠানিক এই উন্মোচনে নতুন বেশকিছু চ্যানেলও যুক্ত হয়েছে। অ্যামাজন প্রাইম গ্রাহকরা বিনামূল্যে প্রাইম গেমিং চ্যানেল ব্যবহার করতে পারবেন।
বিএসডি/ এফএস