বর্তমান সময় ডেস্ক:
মার্কিন তড়িৎ প্রকৌশলী ও ইথারনেটের অন্যকম আবিষ্কারক ডেভিড বগস মারা গেছেন। তিনি জেরক্স পার্ক কম্পিউটার গবেষক ছিলেন। হার্ট ফেইলিউরের কারণে ১৯ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়। তার স্ত্রী মার্শিয়া বুশ এ তথ্য নিশ্চিত করেছে গণমাধ্যমকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ইন্টারনেট প্রোটোকল, ফাইল সার্ভার, গেটওয়ে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের আদিরূপ উদ্ভাবন করেন।
ডেভিড বগস ১৭ জুন, ১৯৫০ সালে ওয়াশিংটন, ডিসি.-তে জন্মগ্রহণ করেন। তিনি তার শৈশবের কিছু অংশ কানসাস, কেনটাকি এবং অন্যান্য রাজ্যে কাটিয়েছেন। তার বাবা মার্কিন সেনাবাহিনীতে কর্মরত থাকায় পরিবারকে প্রতি কয়েক বছর পর পর অন্যত্র স্থানান্তরিত করতে হয়।
আবিষ্কার
বগসের আবিষ্কৃত ইথারনেট পিসি কানেকশন স্ট্যান্ডার্ড ব্যবহার করে সংযুক্ত পিসিকে অন্য কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেটের সঙ্গে সংযোগ ঘটানো সম্ভব হয়। তার কিংবা তারবিহীন উভয় সংযোগেই এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ১৯৭৩ সালে জেরক্স পার্ক কম্পিউটার রিসার্সে যুক্ত হওয়ার দুই বছরের মধ্যে ইথারনেটের প্রথম সংস্করণ ডিজাইন করা হয়। কোঅক্সিয়াল ক্যাবলের মাধ্যমে এই লিংক ২.৯৪ এমবিপিএস গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম হয়। আশির দশকে তারযুক্ত ডিভাইসে স্ট্যান্ডার্ড প্রোটোকল হিসাবে ইথারনেট প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯০ সালে ওয়াইফাইতে ইথারনেট ফাউন্ডেশনাল প্রযুক্তি হিসাবে ব্যবহৃত হয়।
বিএসডি/ এফএস