ময়মনসিংহ প্রতিনিধি:
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, ১৯ ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলে। সন্ধ্যার পর সম্মেলনস্থলে কমিটি ঘোষণা না করে ময়মনসিংহ সার্কিট হাউসে কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি, সাধারণ সম্পাদক পদ নিয়ে দুটি পক্ষ উত্তেজনাকর অবস্থায় ছিল বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে সম্মেলনস্থলে কমিটি ঘোষণা হয়নি।
সেলিমা বেগমের অভিযোগ, তৃণমূলের মতামতকে এড়িয়ে কমিটি করার জন্য সম্মেলনস্থল ছেড়ে নেতা-কর্মীরা চলে যান ময়মনসিংহ শহরে। সেখানে গিয়ে সার্কিট হাউসে বসে জেলা প্রশাসকের প্যাডে কমিটির খসড়া করা হয়। ইমদাদুল হক কেন্দ্রীয় নেতাদের প্রভাবিত করে তাঁর বাবাকে বাদ দিয়ে নিজে সভাপতি হয়েছেন।
ইমদাদুল বলেন, সেলিমা যেটি করছেন, সেটি দলীয় শৃঙ্খলাবিরোধী। ২০০০ সাল থেকে তিনি প্রবাসী। আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্যপদও তাঁর নেই। এ অবস্থায় তাঁর সমালোচনা দলের শৃঙ্খলাবিরোধী।
বিএসডি/ এফএস