নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে বেড়েই চলেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে কেজি প্রতি প্রকারভেদে ২ থেকে ৪ টাকা।
বর্তমানে কেজি প্রতি প্রকারভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকায়। গত দুই দিন আগেই বিক্রি হয়েছিলো ৩০ থেকে ৩২ টাকা দরে। শনিবার হিলি কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
পেঁয়াজ ক্রেতারা জানান, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় পণ্য। এটি প্রতিদিন রান্নার কাজে ব্যবহার হয়ে থাকে। প্রতিদিন এই নিত্যপণ্যের দাম বাড়তির দিকে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও কেন দাম বৃদ্ধির দিকে এমন প্রশ্ন সাধারণ ক্রেতাদের মুখে মুখে।
ক্রেতাদের দাবি হিলি কাঁচাবাজার প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হয় না। যার জন্য অসাধু ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মতো সব পণ্যের দাম বাড়িয়ে থাকেন।
পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ জানান, বৃহস্পতিবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩২ টাকা দরে।
শনিবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা দরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। আমরা সাধারণ বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করছি।
হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার ভারত থেকে ২১ ট্রাকে ৫৭১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
বিএসডি/ এলএল