আন্তর্জাতিক ডেস্ক:
পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফরেনসিক মেডিসিনকেও নির্দেশ দেওয়া হয় যেন তারা এ মৃত্যুর কারণ অনুসন্ধানে দ্রুত ভারতীয় দূতের বসবাসস্থলে চলে যায়।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মুকুল আর্যের লাশ পাঠানোর ব্যবস্থা করতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কাছে গভীর শোক প্রকাশ করেন। জয়শঙ্করের মাধ্যমে ভারত সরকার ও মুকুলের পরিবারের প্রতিও শোক জানিয়েছেন তাঁরা।