বিনোদন ডেস্ক:
ছয় বছর আগে ওয়াজেদ আলীর ‘রক্ত’ চলচ্চিত্রে অভিনয় করে ঢালিউডে নিজের উপস্থিত জানান দেন জিয়াউল রোশান। একই বছর শাকিব খানের বিপরীতে জুটি হয়ে চলচ্চিত্রের পর্দায় অভিষেক ঘটে সংবাদপাঠিকা শবনম বুবলীর। শামীম আহমেদের ‘বসগিরি’ দিয়ে শুরু করে শাকিবের সঙ্গে টানা ১১টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। শাকিব–বুবলী সর্বশেষ জুটি হয়ে অভিনয় করেন তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে। দুজনেই ক্যারিয়ারের পাঁচ বছরের মাথায় এসে আসিফ ইকবালের ‘চোখ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে একসঙ্গে চলচ্চিত্রে জুটি হন। এরপর তাঁরা শুটিং করছেন ‘রিভেঞ্জ’ ও ‘মায়া: দ্য লাভ’ চলচ্চিত্রের।
বুবলীর সঙ্গে আবারও নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে রোশান বলেন, ‘পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক। বুবলীর সময়জ্ঞান ও সিরিয়াসনেস আমার ভীষণ ভালো লেগেছে। একজন সহশিল্পী যখন যেকোনো কাজের ক্ষেত্রে আন্তরিক থাকেন, তখন কাজ করেও বেশ ভালো লাগে।’
গত বছরের মে মাসেই বুবলী বর্তমান সময়কে বলেছিলেন, রোশানের ভবিষ্যৎ উজ্জ্বল। বছর পার না হতেই বুবলীর সঙ্গে একের পর চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি সেই ইঙ্গিতই করছে। এর মধ্যে তিনটি চলচ্চিত্রে কাজ করা হয়েছে দুজনের। সহশিল্পী রোশান প্রসঙ্গে বুবলী বলেন, ‘খুব ভালো কাজ করেন রোশান। অত্যন্ত সম্ভাবনাময় একজন অভিনয়শিল্পী। কারণ, ওর মধ্যে কাজ করার আগ্রহটা প্রবল। সব মিলিয়ে এই ছবিটি নিয়ে আমি বেশ ইতিবাচক।’
বুবলী বলেন, ‘প্রতিনিয়ত নিজেকে নতুন সব চরিত্রে দেখার প্রবল আগ্রহ থেকে “প্রেম পুরান” চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া। বছরের শুরুতেই “টান” চলচ্চিত্র দিয়ে দেশ–বিদেশের চলচ্চিত্রপ্রেমীরা আমাকে একেবারে অন্য রকমভাবে পেয়েছে। এই চলচ্চিত্র আমার ক্যারিয়ারে আরও ভিন্নমাত্রা যোগ করবে বলে বিশ্বাস করছি।’ পরিচালক হাসান শিকদার জানান, আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং শুরু হবে।
বিএসডি/ এফএস