নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের রামপাল উপজেলার শরাপপুর গ্রামে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে র্যাব-৬ খুলনার সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান মীরকে গ্রেফতার করে।
এর আগে সোমবার বিকেলে শরাপপুর গ্রামের নিজ সুপারি বাগানে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে অভিযুক্ত হাসান মীর। পরে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাসান মীরকে আসামী করে রামপাল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার হাসান মীর রামপাল উপজেলার শরাফপুর গ্রামের হাবিব মীরের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেনীর এক শিশু শিক্ষার্থীর সাথে দেখা হয় হাসান মীরের। এসময় হাসান মীর বলেন, তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে মুখ চেপে ধরে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান মীর। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। ওই রাতেই হাসান মীরকে আসামী করে মেয়েটির বাবা বাদী রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মঙ্গলবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই শিশু শিক্ষার্থী ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বিএসডি/ এলএল