আন্তর্জাতিক ডেস্ক:
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি ও এর আশপাশের অঞ্চলগুলোয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। রাজধানী সিডনির কয়েক হাজার বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে পানির নিচে তলিয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। রাজ্যজুড়ে এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকেই।
বন্যা পরিস্থিতি এখন সিডনিতে হুমকি হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যে মঙ্গলবার (৮ মার্চ) সিডিনির খালে ৬৭ বছরের এক নারী ও তার ৩৪ বছরের ছেলের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর এই ঘটনা তদন্ত করা হবে। তবে খালটিতে পায়ের গোড়ালি পর্যন্ত পানি থাকলেও মাত্র কয়েক মিনিটের মধ্যে সেখানে পানির প্রবাহ গলার উচ্চতা ছাড়িয়ে যায়।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোতেত জানিয়েছেন, রাজ্যের ৪০ হাজার বাসিন্দাকে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২০ হাজার মানুষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিএসডি/ এমআর