আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া। রুশ আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।
পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ১৩ লাখ শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
বুধবার এক টুইট বার্তায় পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, পোল্যান্ডে প্রবেশকারীদের মধ্যে ৯৩ ভাগ ইউক্রেনীয়, এক ভাগ পোলিশ এবং ৬ ভাগ প্রায় ১০০টি অন্যান্য দেশের নাগরিক।
বিএসডি/ এফএস