নিজস্ব প্রতিবেদক:
ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্নয়নে নতুন নতুন ফিচার নিয়ে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। এর অংশ হিসেবে এবার গ্রুপ চ্যাটে ভোটিং ফিচার আনতে যাচ্ছে প্লাটফর্মটি। খবর গিজমোচায়না।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা গ্রুপ চ্যাটে ফেসবুকের মতো যেকোনো বিষয়ে ভোটগ্রহণ চালু করতে পারবে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্মটি শিগগিরই ব্যবহারকারীদের ভোটের জন্য প্রশ্ন লিখে গ্রুপচ্যাটে লেখার সুবিধা দেবে। এরই মধ্যে প্রতিযোগী চ্যাটঅ্যাপ টেলিগ্রাম ও টুইটারে এ ফিচার চালু করা হয়েছে। প্লাটফর্মগুলোয় ব্যবহারকারীরা নির্ধারিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভোট শুরু করতে পারেন এবং সবার অংশগ্রহণ শেষে ফলও দেখতে পারেন।
ওয়াবেটাইনফোর প্রতিবেদনে ফিচারসংক্রান্ত স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। এটি অনেকটা আইওএস প্লাটফর্মের ক্রিয়েট পল ফিচারের মতো। প্লাটফর্মটির সর্বশেষ বেটা ভার্সনে ফিচারটির সন্ধান পাওয়া গেছে এবং শুধু বেটা পরীক্ষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ভোট চালুর অপশন দেখা গেলেও ব্যবহারকারীরা কীভাবে প্রশ্ন লিখবেন অথবা এতে কীভাবে পরিবর্তন আনা যাবে সে বিষয়টি পরিষ্কার নয়।
অন্যদিকে ফিচারটি গ্রুপে থাকা ব্যবহারকারীদের ভোট প্রদানের ক্ষেত্রে একাধিক উত্তর নির্বাচনের সুবিধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেটা ব্যবহারকারীদের কাছে আরো উন্মুক্তভাবে ফিচারটি চালু না করা পর্যন্ত বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যাবে না।
বিএসডি/ এফএস