খেলাধূলা প্রতিনিধি:
দিনের সপ্তম ওভারে দলকে ২৮৫ রানে রেখে ফিরলেন ওকস, আগের দিনের ২৪ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। এরপর তো আসা-যাওয়ার মিছিল। এক প্রান্তে বেয়ারস্টোকে রেখে ওভারটন (০) আর মার্ক উড (১) ফিরে গেলেন।
বেয়ারস্টোও আর বেশিক্ষণ টানতে পারলেন না। ১০৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করেছিলেন, ১৪০ রান করে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হচ্ছেন, ইংল্যান্ডের প্রথম ইনিংসে রান ৩১১।
ইংল্যান্ডের ইনিংস দ্রুতই শেষ করে দেওয়ার আনন্দটা মধ্যাহ্নবিরতিতে আরও বেড়ে গেল ওয়েস্ট ইন্ডিজের, যখন মধ্যাহ্নবিরতির সময় স্কোরবোর্ডে ১০ ওভারেই ৪৪ রান হয়ে গেলেও উইকেটের ঘরে সংখ্যাটা শূন্যই থাকল। বিরতির পর প্রথম ওভারে ৬ রান নিয়ে ক্রেইগ ব্রাফেট ও জন ক্যাম্পবেলের সেই উদ্বোধনী জুটিতে অর্ধশতকও হয়ে গেল।
কিন্তু ইনিংসের ২০তম ওভারে ক্যাম্পবেল (৩৫ রান) আউট হতেই যেন ধাক্কা লাগে উইন্ডিজ ইনিংসে। দলের রান শতক পার হতেই ২৬তম ওভারে আউট ব্রাফেটও। যাওয়ার আগে অবশ্য নিজের অর্ধশতক ঠিকই পেয়েছেন, আউট হয়েছেন ৫৫ রান করে।
দলের ১০১ রানে ব্রাফেট ফেরার পর ব্রুকস আর ব্ল্যাকউডও ফিরলেন দ্রুতই। ১২৭ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট নেই! সেখান থেকেই হোল্ডার-বোনারের ঘুরে দাঁড়ানো। দিন শেষে হোল্ডার অপরাজিত ৪৩ রানে, বোনারের রান ৩৪।
বিএসডি/ এমআর