আন্তর্জাতিক ডেস্ক:
৪০ আসনের গোয়ায় ১৭ আসন নিয়ে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এখানে এগিয়ে আছে ৫ আসনে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরেও এগিয়ে বিজেপি। রাজ্যের ১৬টিতে এগিয়ে আছে বিজেপি। আর কংগ্রেস ৮টিতে।
কংগ্রেস ও বিজেপিকে নয়, ভারতের পাঞ্জাবের মানুষ বেছে নিতে যাচ্ছে আম আদমি পার্টিকে, এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। রাজ্যের ১১৭ আসনের মধ্যে ৭৮ আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি। ক্ষমতাসীন কংগ্রেস এখানে এগিয়ে ১৩ আসনে।
দুই দিন ধরে যত বুথফেরত জরিপ প্রকাশিত হয়েছে, অধিকাংশেই উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। বুথফেরত জরিপে পাঞ্জাবে এগিয়ে আম আদমি পার্টি (আপ)। গোয়া ও মণিপুরে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলা হয়েছে।
গতকাল বুধবারও প্রকাশিত সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজ (সিএসডিএস) ও লোকনীতির জরিপ অনুযায়ী, উত্তর প্রদেশে বিজেপি ৪৩ শতাংশ ভোট পেয়ে বিপুলভাবে জয়ী হচ্ছে। সমাজবাদী পার্টি পাচ্ছে ৩৫ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টির ভোট কমে হচ্ছে ১৫ শতাংশ। কংগ্রেসের ভোট ৬ শতাংশ থেকে কমে দাঁড়াবে ৩ শতাংশে। ২০১৭ সালের বিধানসভা ভোটে উত্তর প্রদেশে বিজেপি ৩৯ শতাংশ ভোট পেয়েছিল।
বিএসডি/ এমআর