নিজস্ব সংবাদদাতা,
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ ১০ আসামির জামিন নাকচ করেছেন আদালত।
রোববার (২৭ জুন) সকালে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে মামলার চার্জ গঠনের শুনানি চলছে। একই আদালতে আসামিদের জামিন চাওয়া হলে আদালত তা নামঞ্জুর করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম মামলাটির চার্জ গঠনের শুনানি করছেন।
আজ আসামি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী, নন্দদুলাল রক্ষিত, সাগর দেব, আবদুল্লাহ আল মামুনসহ ১০ আসামির জামিন নামঞ্জুর করেন। এছাড়া, বাকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদনও শুনানি শেষে নাকচ করে দেন আদালত।
বিএসডি/এমএম