ববি প্রতিনিধি,
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ জুন) থেকে সশরীরে সকল ধরনের পরীক্ষা গ্রহনের সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা ও সকল বিভাগীয় চেয়ারম্যানের অংশগ্রহণে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে ১ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এ কারণে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স-শরীরে উপস্থিত হয়ে সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের স-শরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রক্টর।
ববি/এমএম