খেলাধূলা প্রতিনিধি:
দুই লেগ মিলে উতরে গেলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচে ইন্টার মিলানের কাছে ১-০ গোলের হার লিভারপুলের অহমে আঘাত হেনেছিল। ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগল না অলরেডদের।
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে লিভারপুল। ২৮ ম্যাচ শেষে সিটি ও লিভারপুলের সংগ্রহ যথাক্রমে ৬৯ ও ৬৬ পয়েন্ট। কাল ব্রাইটনের মাঠে ১৯ মিনিটে হেডে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ।
৬১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি লিভারপুলের ২০০০ তম গোল। আগেরদিন লা লিগায় কাদিজকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ।
বিএসডি/ এমআর