কাজী ফিরোজ,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর আইসিটি বিষয়ের সাথে সম্পৃক্ত শিক্ষক মন্ডলী, গবেষক ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের নিয়ে রাজধানীর কেআইবি কনভেনশন হলে ব্লেন্ডেড কনফারেন্স অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিরেন এর সিইও জনাব মোহাম্মদ তাওরীত। আরো উপস্থিত ছিলেন এনরেন সার্ভে প্রজেক্টের উপ-পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।
এনআরইএন, এশিয়াকানেক্ট, ও টিনসিসি যৌথ সমন্বয় এর মাধ্যমে বিভিন্ন দেশ এ নেটওয়ার্ক সার্ভিস, সিকিউরিটি, ডাটা স্টোরেজ ও গবেষনা ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে থাকে ।
Bangladesh Research and Education Network (BdREN) সারা বাংলাদেশ এ হাইস্পিড ইন্টারনেট সুবিধা, দূরবর্তী শিক্ষা ব্যবস্থা, গবেষনা কার্যব্রম এ সহায়ক হিসেবে পরিচিত। বিডিআরইএন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান এর সাথে ক্যাম্পাস নেটওয়ার্ক পরিচালনায় সম্পৃক্ত।
অনুষ্ঠানে বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্থান, কম্বোডিয়া, লাওস ও মিয়ানমার সহ সাতটি দেশে ওয়েবসাইট ভিত্তিক সার্ভে পরিচালনার তথ্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর শিক্ষক মন্ডলী, গবেষক ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা করে (BdREN) এর কার্যক্রম কে কিভাবে আরও সমৃদ্ধশালী করা যায় তার উপর এ তথ্যবহুল আলোচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত বিশ্ব এর মর্যাদা অর্জনের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে।
ব্লেন্ডেড কনফারেন্স এ NREN (National Research and Education Network) এর ব্যবহার পর্যালোচনা এবং যুগোপযোগী , টেকসই উন্নতির পরিকল্পনার মধ্য দিয়ে ভবিষ্যত আইসিটি বিষয়ক সুবিধার পরিধি বৃদ্ধি পাবে এবং ৪র্থ শিল্প বিপ্লব এর প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করা সম্ভব হবে। বিশেষ অতিথি বিভিন্ন দেশে নেটওয়ার্ক সিকিউরিটি এর ক্ষেত্রে যোগ্য লোকবল নিশ্চিত করতে ট্রেনিং এর ব্যবস্থা করার উপরে আলোকপাত করেন।
অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় ছিলেন ইউরোপীয় ইউনিয়ন, এশিয়াকানেক্ট ও টিনসিসি ।
বিএসডি/কেএফ