নিজস্ব প্রতিবেদক:
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমানকে তার দাদা-দাদীর কবরের পাশে সমাহিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ গ্রামে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। হাদিসুরের জানাজার নামাজে অংশ নেন প্রায় ৫ হাজার মানুষ।
গতকাল দুপুর ১২টা ৬ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো উড়োজাহাজ হাদিসুরের মরদেহ নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় হাদিসুরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহবাহী ফ্রিজিং গাড়িযোগে গতকাল রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
আজ সকালে জানাজা শেষে বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয় হাদিসুরকে।
গত ৩ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর প্রাণ হারান। হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া জাহাজের বাকি ২৮ নাবিক গত ৯ মার্চ দেশে ফেরেন।
বিএসডি/ এলএল