নিজস্ব প্রতিবেদক:
দ্রব্যমূল্যে নিয়ন্ত্রন ও রমজান মাস উপলক্ষে আজ থেকে মানিকগঞ্জের নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ মানিকগঞ্জ পৌরসভার সেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধূরী উপস্থিত ছিলেন।
জেলার নিম্ন আয়ের ৬ হাজার ৩ শত ৫২ জন মানুষকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবি‘র পণ্য বিক্রয় করা হচ্ছে। ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তৈল, ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং ৫৫ টাকা দরে ২ কেজি চিনি বিতরণ করা হয়। পণ্য বিক্রয়ে অনিয়ন প্রতিরোধে মনিটরিং সেল কাজ করছে,প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজষ্ট্রেট নিয়োজিত রয়েছেন।
বিএসডি/ এলএল