সকাল থেকে অটোরিকশাচালকেরা গাড়ি বন্ধ রেখে আট দফা দাবির সমর্থনে শহরের প্রধান সড়কে ছোট ছোট বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১১টায় শহরের শাপলা চত্বরে শ্রমিকেরা সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন মহানগর জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আকবর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল বাবু, মহানগর রিকশা-ভ্যানচালক ইউনিয়নের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।
আট দফা দাবির মধ্যে রয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের ভাড়া বৃদ্ধি করে নগরের বিশেষ বিশেষ জায়গায় তালিকা টাঙানো; শ্রমিকদের ওপর অন্যায়ভাবে পুলিশের চাপিয়ে দেওয়া জরিমানা আদায় বন্ধ; ব্যাটারিচালিত রিকশার দুই হাজার নতুন লাইসেন্স প্রদান; নগরের শাপলা চত্বর থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত প্রধান সড়কে রং দিয়ে চিহ্নিত করে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচলে পৃথক লেন তৈরি; রিকশাভ্যান ও ব্যাটারিচালিত রিকশা চুরি, ছিনতাই ও প্রতারণা করা অপরাধীদের আইনের আওতায় এনে বিচার ও ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ।
বিএসডি/ এলএল