খেলাধূলা প্রতিনিধি:
আগের ম্যাচটি জিতলেই নতুন ইতিহাস গড়তো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেত তামিম ইকবালের টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচ হেরে এখন ১-১ সমতায়। ফলে সেঞ্চুরিয়ানে আজ অঘোষিত ফাইনালে মুখোমুখি দুই দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতে ইতিহাস নিজেদের নামে লিখতে চায় বাংলাদেশ।
এই সেঞ্চুরিয়ানেই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ৩১৩ রানের সংগ্রহ করে ৩৮ রানের বড় জয় পায় তামিমরা। তৃতীয় ম্যাচটি আজ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
দ.আফ্রিকার বিপক্ষে সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন,‘আমরা এখনও লড়াইয়ের ভেতরে আছি। আমরা একটা জিতেছি, ওরা একটা জিতেছে। সিরিজ জয়ের সুযোগ আছে। চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার। সবাই ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারি।’
প্রথম ম্যাচ জয়ের নায়ক মিরাজ আরও বলেন, ‘দেশের বাইরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এরকম কন্ডিশনে সিরিজ জেতা হয়নি। এখানে জিততে পারলে দলের অবস্থান আরও উপরে যাবে, বড় দল আমাদের নিয়ে চিন্তা করবে। আমরা ভালো ক্রিকেট খেলব। ফলাফল তো হাতে নেই। এখনই ফল নিয়ে ভাবলে কঠিন হয়ে যাবে। ম্যাচ জিততেই হবে এরকম না। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী যেন খেলতে পারি।’
ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। জিতলে আরো ১০ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের নামের পাশে। এতে ব্যবধান বাড়বে ইংল্যান্ডের সঙ্গে। এসব সমীকরণ মেলাতে আগে জিততে হবে টাইগারদের। সেই জয়ের মিশনের ম্যাচে একাদশে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগের দুই ম্যচের একাদশ নিয়ে মাঠে নামার কথা আছে সফরকারী শিবিরের।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
বিএসডি/ এমআর