খেলাধূলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ ও কেনিয়া। আজ টুর্নামেন্টের ফাইনালে এ দুই দল মুখোমুখি হবে। পল্টন ময়দান সংলগ্ন শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। এর আগে গতকাল বিকালে শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
প্রথম সেমিফাইনালে কেনিয়া ৪৯-২৯ পয়েন্টে শ্রীলঙ্কাকে এবং দ্বিতীয় সেমিতে বাংলাদেশ ৫৫-৩৬ পয়েন্টে ইরাককে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে উঠে দারুণ খুশি স্বাগতিক বাংলাদেশের ভারতীয় কোচ সাজু রাম। তিনি বলেন, ‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি। দলের পারফরম্যান্সে আমি খুবই আত্নবিশ্বাসী। আশা করি কেনিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবো আমরা।’
ম্যাচসেরা জাকির হোসেন বলেন, ‘কেনিয়ার সুবিধা হলো ওরা অনেক লম্বা। এই দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যেহেতু ভারত ও বাংলাদেশের সেরা কোচদের অধীনে অনুশীলন করেছি, তাই দলগত স্পিরিট আমাদের অনেক বেশি। জাতির পিতা বঙ্গবন্ধুর নামে এই টুর্নামেন্ট হচ্ছে। দেশের মাটিতে খেলা হচ্ছে। জনগণের সার্পোট আছে। ইনশাল্লাহ আমরা জয়ী হবোই।’
বিএসডি/ এমআর