বিনোদন ডেস্ক:
১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পথভোলা’। একটা সময় নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে এক সারিতে নাম উঠে আসত তাঁর। উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে তাঁকে।
কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও। তাঁর উল্লেখ্যযোগ্য ছবিগুলোর মধ্যে আছে ‘মায়ার বাঁধন’, ‘জয়বাবা ভোলানাথ’, ‘মায়ের আঁচল’, ‘গীত সংগীত’, ‘সুজন সখী’। অল্প সময়ে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে বহু বিতর্কে জড়িয়ে পড়েন তিনি এবং দূরে সরে যান কাজের থেকে। মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। আবার ফেরেনও।
২০২১ সালেও তিনটা সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি আবার ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। সম্প্রতি স্টার জলসায় ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সবকিছু ফেলে তিনি পাড়ি দেন না-ফেরার দেশে।
বিএসডি/ এমআর