আন্তর্জাতিক ডেস্ক:
ক’দিন আগেই ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছিল অভিযানে রাশিয়ার অন্তত ১৫ হাজার সেনা নিহত হয়েছে। তবে রাশিয়া ২ মার্চ জানিয়েছিল ইউক্রেন অভিযানে তাদের হতাহতের সংখ্যা পাঁচশ’রও কম, ৪৯৮। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, তারা ইউক্রেন ৫৫৭ রুশ সেনার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।
তবে সামরিক জোট ন্যাটো অনেকটা ইউক্রেনের সামরিক বাহিনীর দাবিকেই সমর্থন করছে। বুধবার সংস্থাটি জানিয়েছে, চার সপ্তাহে ইউক্রেন অভিযানে রাশিয়ার ৭ হাজার থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ইউক্রেনের দেওয়া তথ্যের ওপর নির্ভর করেই তারা এই হতাহতের সংখ্যা বের করেছে।
এদিকে ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার সাথে যারা অবন্ধুসুলভ আচরণ করছে, সেসব দেশের কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর রুবলে গ্যাস বিক্রি শুরু করবে মস্কো।
রাশিয়ার ওপর নানা মাত্রার শত শত নিষেধাজ্ঞা দিলেও এখনও ইউরোপের অনেক দেশ জ্বালানি বিশেষ করে তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল।
রুশ সরকারের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে পুতিন এ কথা বলেন, রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’
বিএসডি/ এমআর