নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় গণটিকার কর্মসূচির দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়েছে। এর আগে জেলায় গত ২৬ ফেব্রুয়ারি গণটিকার প্রথম ডোজ দেয়া হয়। এ কার্যক্রমে জেলায় মোট ২ লাখ ৭৭ জন এ টিকা গ্রহণ করেন। সোমবার দুপুর ১২টায় সাতমাথার মুজিবমঞ্চে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম। সোমবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী তিনদিন চলবে জানান তিনি।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে ২য় ডোজ গণটিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বগুড়ার প্রতিনিধি ডাঃ তারেক মোহাম্মদ রেজা এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের প্রধান সহকারি শামীমা আকতার।
বিএসডি/ এলএল