আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে ৬০ কোটি ডলার মূল্যের চারটি প্রকল্প স্থগিত করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি দেশটির তালেবান সরকার মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুল বন্ধের ঘোষণার প্রতিবাদ জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দাতা সংস্থাটি। খবর বিবিসি।
গণমাধ্যমটি জানায়,আফগানিস্তান পুনর্গঠন ট্রাস্ট ফান্ড অধীনে এসব প্রকল্পে বিনিয়োগ করেছিল বিশ্ব ব্যাংক। প্রকল্পগুলোর উদ্দেশ্য ছিল দেশটির শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষির উন্নতি সাধন করা।
গত সপ্তাহে,তালেবান সরকার কয়েক মাসের নিষেধাজ্ঞার পরে স্কুল খোলার অনুমতি দিয়েছে। কিন্তু পরে আবার মেয়েদের স্কুল বন্ধ ঘোষণা করে। তারা বলছে, শরিয়া আইন এবং আফগান ঐতিহ্য অনুসারে শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরেই মেয়েদের স্কুল আবার চালু হবে।
তালেবান সরকারের এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে বইছে নিন্দা, সমালোচনা ও ক্ষোভ। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জড়ো হয়ে স্কুল খোলার দাবি জানান একদল বিক্ষোভকারী।
বিশ্ব ব্যাংক বলছে, তাদের এসব প্রকল্পের মূল লক্ষ্য ছিল আফগানিস্তানে পুরুষদের মতো নারী ও মেয়েদেরকে সমান সুবিধা নিশ্চিত করা। তালেবান সরকার মেয়েদের স্কুল বন্ধ ঘোষণা করায় এই প্রকল্পগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড দেশটিতে শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্যসহ জরুরি প্রয়োজন মেটাতে ১০০ কোটি ডলার ব্যবহার করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে।পরিকল্পনা অনুযায়ী তালেবানদের কাছে এ অর্থ হস্তান্তর করা হবে না। এ অর্থ জাতিসংঘ সংস্থা এবং সাহায্য গোষ্ঠীর মাধ্যমে বিতরণ করা হবে।
বিএসডি/ এমআর