নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার কাহালুতে ফাহারুল ইসলাম বিজয় (১৬) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নরহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বুধবার সকালে বাড়ি থেকে রিকশা-ভ্যান নিয়ে বের হন বিজয়। যাত্রীবেশে ছিনতাইকারীরা তাকে খুন করে রিকশা-ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় বলে ধারণা করছেন এলাকাবাসী।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়, এ নিয়ে তদন্ত চলছে।
পুলিশ ও স্বজনরা জানান, ফাহারুল ইসলাম বিজয় বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে। সে সোনারায় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সংসারে সচ্ছলতা আনতে রিকশা-ভ্যান চালাত। বিজয় বুধবার সকাল ৭টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে যায়নি। পরিবার থেকে রাতেই এ ব্যাপারে গাবতলী থানায় অবহিত করা হয়।
বুধবার সকালে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি খালে এক কিশোরের রক্তাক্ত লাশ পড়েছিল। খবর পেয়ে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পরে জানা যায়, ওই কিশোর গাবতলীর একটি স্কুলছাত্র ও ভ্যানচালক বিজয়। তার পিঠে ও পেটে ১৭টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রিকশা-ভ্যানের সন্ধান পাওয়া যায়নি।
বিএসডি/ এলএল