খেলাধূলা প্রতিনিধি:
টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাঞ্জাব চেন্নাইয়ের বোলারদের ওপর কিন্তু শুরু থেকেই রাজত্ব করতে পারেনি। বরং তাদের শুরুটা ছিল বিপর্যয়কর। দলীয় ৪ রানে মায়াঙ্ক আগারওয়ালের ফেরা, এরপর ১৪ রানে আউট ভানুকা রাজাপক্ষে। এমন পরিস্থিতিতে বাকি ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্ব ঠিকমতোই পালন করলেন। তৃতীয় উইকেট জুটিতে শিখর ধাওয়ান আর লিয়াম লিভিংস্টোন ৫২ বলে ৯৫ রান যোগ করে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন। ধাওয়ান ২৪ বলে ৪টি বাউন্ডারি আর এক ছক্কায় করেন ৩৩ রান। তিনি ফেরেন ডোয়াইন ব্রাভোর বলে রবীন্দ্র জাদেজার ক্যাচ হয়ে। লিভিংস্টোন অবশ্য নিজের ইনিংসটা বড় করেছেন। তবে পরের ব্যাটসম্যানদের সঙ্গে তাঁর বাকি জুটিগুলো ঠিক জমেনি। পঞ্চম উইকেট জুটিতে কেবল জিতেশ শর্মার সঙ্গে তিনি ৩১ রানের একটা জুটি গড়েন। লিভিংস্টোন ৩২ বলে ৫টি বাউন্ডারি আর ৫ ছক্কায় করেন ৬০। তাঁর এই ইনিংসেই পাঞ্জাবের ইনিংস ১৮০–তে পৌঁছায়। জিতেশ শর্মাও ভালো করেছেন। তিনি ১৭ বলে তিন ছক্কায় করেন ২৬।
চেন্নাইয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান আর ডোয়াইন প্রিটোরিয়াস। একটি করে উইকেট নিয়েছেন মুকেশ চৌধুরী, ডোয়াইন ব্রাভো আর রবীন্দ্র জাদেজা।
বিএসডি/ এমআর