আন্তর্জাতিক ডেস্ক:
যুবরাজের উপাধি ত্যাগ করেছেন জর্ডানের যুবরাজ হামজাহ বিন হুসেইন। তিনি নিজেই এই কথা নিশ্চিত করেছেন। যুবরাজ প্রয়াত বাদশাহ হোসেনের চতুর্থ পুত্র এবং ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই যুবরাজ হামজাহ বিন হুসেইন।
এক প্রতিবেদনে বিবিসি জানায়, তিনি বলেন, তার পদত্যাগের মূল কারণ হচ্ছে, আমার বিশ্বাস আমাদের প্রতিষ্ঠানের বর্তমান কৌশল, নীতি এবং পদ্ধতির সাথে আমি একমত হতে পারছি না।
রবিবার (৩ এপ্রিল) টুইটারে পোস্ট করা একটি বিবৃতিতে হামজাহ বলেন, সাম্প্রতিক বছরগুলিতে আমি যা দেখেছি তাতে আমার পদত্যাগ করা ছাড়া উপায় নেই। আমার বাবার যে নীতির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল আমাদের প্রতিষ্ঠানের বর্তমান কৌশল এবং নীতি এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানির অভিযোগ এনে গত বছর তাকে গৃহবন্দি করা হয়। গত মার্চে হামজার অপরাধের বিষয়ে একট প্রতিবাদলিপি প্রকাশ করে জর্ডান। এসময় তার সৎ ভাই বাদশাহ আবদুল্লাহকে ক্ষমা চাওয়ার কথা বলা হয়।
বিএসডি/ এমআর