খেলাধূলা প্রতিনিধি:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
প্রথম কোনো খেলোয়াড় হিসেবে দুবার আইসিসির মাসের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম।
ঘরের মাঠে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে আইসিসির মাস সেরার পুরস্কার জিতে নেন বাবর।
নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন রেকর্ড সপ্তম বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার র্যাচেল হেইন্স।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সংস্করণেই রান করেছেন বাবর। টেস্ট সিরিজে ৩৯০ রান করেছেন। এর মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৬ রান করে ড্র মানতে বাধ্য করেছেন অস্ট্রেলিয়াকে।
এরপর মার্চে হওয়া দুই ওয়ানডেতে করেছেন ১৭১ রান। তার রান ফোয়ারাতেই পাকিস্তানকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে তার ১১৪ রানের ইনিংসেই ৩৪৯ রানের লক্ষ্য ছুঁয়েছে পাকিস্তান।
মার্চ মাসে বাবরের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রেইগ ব্রাফেট ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ৮ ম্যাচে ৬১.২৮ গড়ে ৪২৯ রান করে মার্চ মাসের সেরার পুরস্কার জিতেছেন র্যাচেল হেইন্স।
বিএসডি/ এমআর