খেলাধূলা প্রতিনিধি:
ত্রিপাঠী ও মার্করাম তৃতীয় উইকেট জুটিতে ৫৪ বলে তুলেছেন ৯৪ রান। আউট হওয়ার আগে ৪টি চার ও ৬টি ছয়ে প্রায় ১৯২ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন ত্রিপাঠী, বল খেলেছেন ৩৭টি। আর দলকে জিতিয়ে মার্করাম মাঠ ছেড়েছেন ৩৬ বলে অপরাজিত ৬৮ রান নিয়ে। প্রায় ১৮৯ স্ট্রাইক রেটের ইনিংসটিতে তিনি মেরেছেন ৬টি চার ও ৪টি ছয়।
এর আগে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপেই পড়েছিল কলকাতা। তবে নীতীশ রানা ও আন্দ্রে রাসেলের ঝড়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে হায়দরাবাদের তিন পেসারের তোপে পাওয়ারপ্লের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রানা কিছুটা ধাতস্থ করেন তাদের। আইয়ার ফেরার পর প্রথমে রানার ৩৬ বলে ৫৪ ও শেষ দিকে রাসেলের ২৫ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংসে ভালো সংগ্রহই পায় কলকাতা। শেষ ৪ ওভারে ওঠে ৫৩ রান। থাঙ্গারাসু নটরাজন ৩ উইকেট নেন ৩৭ রানে।
বিএসডি/ এমআর