আন্তর্জাতিক ডেস্ক:
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ কেন তানাকা আর নেই। ১১৯ বছর বয়সে জাপানি এই নারী সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্ম নেওয়া কেন তানাকা মারা গেছেন গত ১৯ এপ্রিল। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
এক টুইটে সংস্থাটি জানায়, ২০১৯ সালে ১১৬ বছর ২৮ দিন বয়সে পৃথীবির সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে রেকর্ড করেন কেন তানাকা। মান ইতিহাসের তালিকায় সবচেয়ে বয়স্ক হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। প্রথম অবস্থানে আছেন জিন কালমেন্ট। যিনি ১২২ বছর পৃথিবীতে কাটিয়েছেন।
সিএনএন জানায়, কেন তানাকা তার জীবদ্দশায় বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন। দুইটি বিশ্বযুদ্ধ তিনি নিজ চোখে দেখেছেন। সাক্ষী ছিলেন ১৯১৮ সালের ভয়াবহ স্প্যানিশ ফ্লুয়ের। এমনকি নিজে দুইবার ক্যান্সারকী হারিয়েছন। মোকাবিলা করেছেন করোনাভাইরাসের মহামারি।
বিএসডি/ এমআর