আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনের খারকিভ অঞ্চল ছেড়ে চলে যাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস জানিয়েছে এ তথ্য।
শনিবার নিজেদের দেওয়া নিয়মিত আপডেটে ইউক্রেনের আর্মড ফোর্সেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দোনেস্ক, লুহানেস্ক ও খেরসনে নিজেদের অবস্থান শক্ত করতে খারকিভ ছেড়ে চলে যাচ্ছে রুশ সেনারা।
তবে তারা সঙ্গে এও জানিয়েছে, ইউক্রেনের প্রচন্ড প্রতিরোধ গড়ে তোলায় খারকিভ দখল রাখতে ব্যর্থ হয়েছে রাশিয়া।
ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস রুশ সেনাদের খারকিভ ছেড়ে চলে যাওয়ার বিষয়টি একটি ফেসবুক পোস্টে জানিয়ে বলেছে, রাশিয়ার প্রধান লক্ষ্য হলো দোনেস্ক, লুহানেস্ক ও খেরসনে পূর্ণ দখলদারিত্ব স্থাপন করা এবং ক্রিমিয়ার সঙ্গে স্থল পথ নিশ্চিত রাখা।
জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেস এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখন খারকিভে রাশিয়ার মূল লক্ষ্য হলো এই অঞ্চল থেকে তাদের সেনাদের নিরাপদে সরিয়ে নেওয়া।
এদিকে খারকিভ রাশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল ছিল। আর এ শহর দখল করতে অঞ্চলটিতে ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছিল রুশ সেনারা। এতে অসংখ্য লোক প্রাণ হারান।
প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছেন, খারকিভকে মুক্ত করতে সব চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা।
গণমাধ্যম বিবিসি জানিয়েছে, খারকিভের বেশিরভাগ অঞ্চল থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়ার পর সেখানে বেসামরিক লোকরা ফিরে আসছেন।
বিএসডি/ এমআর