আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো ভিডিও ফুটেজ প্রচার করে জানায়, আহত ইউক্রেনীয় সেনাদের আজভস্তাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
মালিয়ার জানিয়েছেন, আটক রুশ সেনাদের হস্তান্তরের বিনিময়ে এই সেনাদের ফিরিয়ে আনা হবে। সোমবার দিবাগত মধ্যরাতে ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আলোচক টিমের পাশাপাশি রেড ক্রস ও জাতিসংঘ সেনাদের সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়ায় যুক্ত ছিল। তিনি বলেন, ‘ইউক্রেনের তার নায়কদের জীবিত পাওয়া প্রয়োজন রয়েছে।’
মার্চের শুরুতে রুশ বাহিনীর অগ্রগামী সেনারা দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরটি ঘিরে ফেলে। এর পর থেকে আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ, আঞ্চলিক প্রতিরক্ষাবাহিনীর সদস্যসহ কয়েক শ ইউক্রেনীয় সেনার পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক বেসামরিক নাগরিক বিশাল এই শিল্পাঞ্চলে আটকে পড়েন। এখনো সেখানকার ভূগর্ভস্থ বাংকারে কতজন অবস্থান করছেন, তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে। মস্কোর দাবি, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি শুরুতে উত্তর, পূর্ব ও তিন দিক থেকে স্থল অভিযানও শুরু করে রাশিয়া। তবে পশ্চিমা অস্ত্র সহায়তা পেয়ে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তুললে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদারে নজর দেয় রুশ বাহিনী।
বিএসডি/ এমআর