খেলাধূলা প্রতিনিধি:
ওদিকে মানের ২৯ গোল ছিল ৮৯ ম্যাচে। সেটা কাল রাতেই ৯০ ম্যাচে ৩২ হয় গেছে।
ডাকারে অনুষ্ঠিত গ্রুপ এল এর ম্যাচের ১২ মিনিটেই কামারাকে ছাড়িয়ে গেছেন মানে। বেনিনের ডেভিড কিকির হাতে বল লাগায় পেনাল্টি পায় সেনেগাল। কয়েক দিন আগেই লিভারপুলের জার্সিতে পেনাল্টি থেকে গোল করতে না পারা মানে দেশের হয়ে কোনো ভুল করেননি। ৬ মিনিটের মাথায় ইসমাইলা সারকে ডি-বক্সে ফেলে দিলে আবার পেনাল্টি পায় সেনেগাল। এবারও মানের গোল। এর মাঝে খেলার ২২ মিনিটেও মানে গোল করেছিলেন। নাম্পালাইস মেন্দির পাস থেকে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেছিলেন মানে।
৫১ মিনিটে ১০ জনের দল হয়ে গিয়েছিল বেনিন। মানেকে ভয়ংকর এক ফাউল করে লাল কার্ড দেখেছিলেন সেসসি ডি আলমেইদা। কিন্তু সেনেগাল ৬০ মিনিটের ওই পেনাল্টির বাইরে আর কোনো গোল করতে পারেনি। একের পর এক সুযোগ নষ্টের মিছিলের দায় মিটিয়েছে তারা। ৮৮ মিনিটে এক গোল পরিশোধ করেন বেনিনের জুনিয়র ওলাইটান।
বিএসডি/ এমআর