আন্তর্জাতিক ডেস্ক:
এ মাসেই সৌদি আরব ও ইসরায়েল সফরের কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। কিন্তু তিনি তার বহুল আলোচিত এ দুটি সম্ভাব্য সফর পিছিয়ে দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, জুনের শেষে সৌদি সফরে যাওয়ার সম্ভাবনা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের। সেই সফর জুলাই পর্যন্ত স্থগিত করেছেন তিনি। তবে কী কারণে সফরটি স্থগিত করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে তেলের বাজার অস্থির হয়ে পড়লে সৌদিসহ তেল উৎপাদক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়াতে চাপ দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তেলের উৎপাদন বাড়াতে একমত হয়েছে সৌদি নেতৃত্বাধীন সংস্থা ওপেক প্লাস। এ সিদ্ধান্তের কয়েক দিন পরেই মার্কিন প্রেসিডেন্টের সফর বিলম্বের কথা জানা গেল।
গত শুক্রবার হোয়াইট হাউজের সূত্র জানিয়েছিল, তিনি সৌদি আরব সফরের কথা ভাবছেন। সিএনএন বলেছিল, সৌদি সফরে গিয়ে জো বাইডেন ৩৬ বছর বয়সী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন।
বিএসডি/ এমআর