খেলাধূলা প্রতিনিধি:
ফরাসি ওপেনে নিজের শিষ্য কাসপার রুডকে হারিয়ে অনন্য চূড়ায় উঠে গেলেন রাফায়েল নাদাল। এ নিয়ে ১৪ বার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হলেন তিনি।
চলতি মৌসুমে এটি নাদালের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব হাতে তুলেছেন তিনি।
রোলাঁ গাঁরোয় রোববার পুরুষ এককের ফাইনালে সরাসরি সেটে নরওয়ের কাসপারকে উড়িয়ে দিয়ে খেতাব পুনরুদ্ধার করলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা নাদাল।
ফরাসি ওপেনের ফাইনালে নাদাল ৬-৩, ৬-৩, ৬-০ সেটে হারান নরওয়ের ২৩ বছর বয়সী টেনিস তারকাকে। কাসপার এই প্রথম বড় কোনো ইভেন্টের ফাইনালে উঠে ২ ঘণ্টার ১৮ মিনিটের লড়াইয়ে হেরে যান।
কাসপারকে হারিয়ে ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা নাদাল।
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের তালিকায় তার পরেই আছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দুজনেই জিতেছেন ২০টি করে গ্র্যান্ড স্লাম শিরোপা।
রোববার ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর নাদাল বলেছেন, আমার কাছে কেমন লাগছে, তা বর্ণনা করা খুব কঠিন। আমি ৩৬ বছর বয়সে আবার এখানে আসব, প্রতিদ্বন্দ্বিতা করব, ফাইনালে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্টে আবার খেলব; এটা আমি কখনোই ভাবিনি।
সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন নাদাল বলেন, আমি জানি না ভবিষ্যতে কী হবে। কিন্তু আমি খেলা চালিয়ে যেতে লড়াই করব। তাই সবাইকে ধন্যবাদ।
বিএসডি/ এমআর