আন্তর্জাতিক ডেস্ক:
সামরিক বাহিনীর মৃত্যুর খবর রাশিয়ার কাছে একটি রাষ্ট্রীয় গোপন বিষয়। যুদ্ধ বাদে স্বাভাবিক সময়ের এ হিসাব দেয় না ক্রেমলিন। গত ২৫ মার্চের পর সরকারিভাবে সেনা নিহত নিয়ে হালনাগাদ তথ্য জানানো হয়নি। এদিন মস্কো জানায়, ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযানের পর রাশিয়ার ১ হাজার ৩৫১ সেনা নিহত হয়েছেন।
রাশিয়া বলছে, ইউক্রেনকে নিরস্ত্র ও নব্য নাৎসি মুক্ত করতে তারা দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। নব্য নাৎসিরা ইউক্রেনের রুশভাষী জনগোষ্ঠীর জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। তবে হামলার কারণ হিসেবে রাশিয়ার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন, যুক্তরাষ্ট্রসহ কিয়েভের পশ্চিমা মিত্রদেশগুলো।
বিএসডি/ এমআর