খেলাধূলা প্রতিনিধি:
ইব্রাহিম জাদরানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি (১২০*) এবং রহমত শাহর (৮৮) সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৫ রানের জুটির পর আফগানিস্তানকে আর ভাবতে হয়নি। সোমবার হারারেতে দ্বিতীয় ওডিআইতে ৩৩ বল ও আট উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে আফগানিস্তান।
জিম্বাবুয়েকে ২২৮ রানে থামিয়ে দুই উইকেটে তুলে নিয়েছে ২২৯ রান। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এই জয়ে ওয়ার্ল্ড কাপ সুপার লিগের টেবিলে ১১ ম্যাচ থেকে ৯০ পয়েন্ট পেল আফগানিস্তান। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেও জিতলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। সেই সঙ্গে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে তাদের। অপরদিকে ১৪ ম্যাচ শেষে মাত্র তিনটি জয়ে পয়েন্ট টেবিলের দ্বাদশতম স্থানে রয়েছে জিম্বাবুয়ে।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের ইনিংসে ইনোসেন্ট কায়া (৬৩) ও রায়ান বার্লের (৫১*) ফিফটির পর তৃতীয় উল্লেখযোগ্য রান সংগ্রাহক সিকান্দার রাজা (৪০)। অধিনায়ক ক্রেগ আরভিন ৩২। তিনটি উইকেট নেন বাঁ-হাতি আফগান পেসার ফরিদ আহমেদ। দ্বিতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়ে ম্যাচটা শেষ করে দেন ম্যাচসেরা ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।
বিএসডি/ এমআর