মু. জিল্লুর রহমান জুয়েল, জেলা প্রতিনিধি পটুয়াখালী:
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে আজ থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। সকাল থেকে বন্ধ রয়েছে জেলাসহ উপজেলা শহরের সকল দোকানপাট। বাজারে মানুষের তেমন উপস্থিতি লক্ষ করা যায়নি। তবে এখন পর্যন্ত উন্মুক্ত স্থানে স্থানান্তরিত করা হয়নি মাছ ও সবজি বাজার। সকাল থেকে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর পৌরসভা, হাট বাজার এবং জনসাধারণ সরকারের ঘোষিত কভিড-১৯ তৃতীয় পর্যায়ে মোকাবেলায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বাহিনী যথাযথ ভাবে লকডাউন কার্যকর করেছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে খাদ্য পণ্য, ঔষধ, মাছ বাজার, কাচাঁ বাজার ব্যতিত অন্যান্য সপিংমল দোকান ঘর, যন্ত্র চালিত পরিবহণ বন্ধ রাখা হয়েছে ।
বিনা কারনে বাইরে বের হলে করা হচ্ছে জরিমানা আদায়। বন্ধ রয়েছে বাসসহ সকল ধরনের ইঞ্জিনচালিত যানবাহন।
এছাড়া গলাচিপা উপজেলা চেয়ারম্যন মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, পৌর-মেয়র আহসানুল হক তুহিন, থানা অফিসার ইনর্চাজ এম আর সওকত আনোয়ার, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত উপস্থিত ছিলেন। এসময় হ্যান্ড মাইকিং করে সকল জনসাধারণকে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের না হওয়া, নিয়মিত মাস্ক ব্যবহার করা কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট গলাচিপা থানা মসজিদ রোডে একটি খাবারের দোকান মালিক হাবিবুর রহমানকে আইন ভঙ্গ করায় ২ হাজার টাকা অর্থ জরিমানা করা হয়েছে।
তৃতীয় ধাপে লকডাউন নিয়ন্ত্রনের ক্ষেত্রে প্রশাসন যথেষ্ঠ ভূমিকা পালন করায় সামাজের চিন্তাশীল ব্যাক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করে। লকডাউন কার্যকর করার ক্ষেত্রে প্রশাসনকে গণ-মাধ্যম কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।