আন্তর্জাতিক ডেস্ক:
বোমায় বিধ্বস্ত মারিউপোল শহরের মেয়র বলেছেন, শহরটিতে স্বাস্থ্যব্যবস্থা (স্যানিটেশন) ভেঙ্গে পড়েছে। কিছু কূপ মৃতদেহ থেকে দূষিত হচ্ছে যা ডায়েরিয়া ও কলেরার পরিণত হতে পারে।
মারিউপোলের মেয়র ভাদিম বোইচেঙ্কো এখন শহরের বাইরে অবস্থান করছেন। জাতীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে অনুমান করে তিনি বলেন, মারিউপোলে অন্তত ২০ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। কলেরা ছড়িয়ে পড়লে আরও অনেক মানুষ মারা যাবে।
তিনি জাতিসংঘ এবং রেড ক্রস আন্তর্জাতিক কমিটিকে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানান যাতে অবশিষ্ট বাসিন্দারা শহর ছেড়ে যেতে পারে। মারিউপোল শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
মারিউপোলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কাউকে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে। শহরে অসংখ্য মৃতদেহ ছড়ানো রয়েছে।
বিএসডি/ এমআর