খেলাধূলা প্রতিনিধি:
ক্লাবের পারফরম্যান্সটা জাতীয় দলেও টেনে এনেছেন আর্লিং হালান্ড। বলতে গেলে নরওয়ের জার্সিতে আলো ছড়াচ্ছেন তিনি। নেশন্স লিগে শেষ চার ম্যাচ খেলে করেছেন পাঁচ গোল। তার দলও আছে গ্রুপের শীর্ষে।
রোববার রাতে ‘বি’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ঘরের মাঠে সুইডেনকে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্লিং হালান্ড। চার ম্যাচে তিন জয় ও এক ড্র’তে দশ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে নরওয়ে।
এবারের নেশন্স লিগে দুর্দান্ত ফর্মে আছে হালান্ড। প্রথম ম্যাচে তার এক গোলেই সার্বিয়াকে হারায় নরওয়ে। এরপর সুইডেনের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন তিনি। তৃতীয় ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে গোলের দেখা না পেলেও এই ম্যাচে জোড়া গোল করে দলের জয় রাঙালেন আর্লিং হালান্ড।
জাতীয় দলের জার্সিতে হালান্ডের গোল সংখ্যা এখন ২০। এই গোল করতে তাকে খেলতে হয়েছে মোটে ২১ ম্যাচ। এতেই স্পষ্ট বোঝা যাচ্ছে ক্লাবের মত জাতীয় দলেও গোল করতে কতটা মরিয়া থাকেন আর্লিং হালান্ড।
বিএসডি/ এমআর