আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে দেশটি। চলমান এ সংকট নিরসনে দেশটিতে জরুরি সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছে জাপান।
গতকাল জাপানের উপ-প্রধান মন্ত্রিপরিষদ সচিব সেইজি কিহারা বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানে অতি শিগগিরই প্রয়োজনীয় সাহায্য পাঠানো হবে। এছাড়াও পরস্থিতি পর্যালোচনার মাধ্যমে আফগানদের সর্বাত্মক সহায়াতার আশ্বাস দেন সরকারের এ মুখোপাত্র।
এরে আগে পরিস্থিতি মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানায় আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল কাহার বালখি বলেন, আফগানিস্তান মানবিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে এবং সরকার আর্থিকভাবে জনগণকে প্রয়োজনীয় পরিমাণে সহায়তা করতে অক্ষম। এ অবস্থায় ত্রাণ সংস্থা, প্রতিবেশী দেশ ও বিশ্ব শক্তিগুলোর কাছে সহায়তার আবেদন জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, আমাদের বড় ধরনের সহায়তা দরকার। কারণ বিধ্বংসী ভূমিকম্পে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ভূমিকম্প কয়েক দশকের মধ্যে দেখা যায়নি।
ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্ব পাকতিকা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে জাতিসংঘ জরুরি আশ্রয় ও খাদ্য সহায়তা দেয়া শুরু করেছে।
ভূমিকম্পে মাটির তৈরি ঘরের ধ্বংসস্তুপের নিচেও অসংখ্যা মানুষ চাপা পড়েছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।তবে ভারী বৃষ্টি ও সরঞ্জামের অভাবে উদ্ধার তত্পরতা ব্যহত হচ্ছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে গত এক দশকে ভূমিকম্পে সাত হাজার মানুষ নিহত হয়েছেন। প্রতিবছর গড়ে দেশটিতে এ দুর্যোগে ৫৬০ জনের মৃত্যু হয়।
বিএসডি/ফয়সাল