নিজস্ব প্রতিবেদক:
বন্যার পানি নেমে যাওয়ায় ছয়দিন পর সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে আজ বৃহস্পতিবার। সকাল থেকে বিমানের আন্তর্জাতিক সব ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমেদ।
তিনি বলেন, রানওয়ের পানি আগেই নেমে গিয়েছে। অ্যাপ্রোচ লাইট পানিতে তলিয়ে থাকায় ফ্লাইট চলাচল শুরু করা যায়নি। এখন পানি নেই। পানি নেমে যাওয়ার পর রানওয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে বৃহস্পতিবার সকাল ৬টায় পরীক্ষামূলক ফ্লাইট চলাচল শুরু হয়েছে । কোনো সমস্যা না হলে এরপর থেকে ফ্লাইট স্বাভাবিকভাবে চলবে।
বিমান বাংলাদেশ সিলেটের ব্যবস্থাপক দেবব্রত মল্লিক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ বিমানের ডমেস্টিক ফ্লাইট আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর আছে। সে অনুযায়ী আমাদের উড়োজাহাজ চলবে। এছাড়া অন্যান্য ফ্লাইট সকাল থেকেই চলবে।
এর আগে গত ১৭ জুন রানওয়েতে বন্যার পানি ওঠায় বন্দরটিতে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রথমে তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে বন্দর কর্তৃপক্ষ।
বিএসডি/ ফয়সাল