বিএসডি অনলাইন
স্বর্ণ আমদানি অনুমোদনের পর এবার কাঁচামাল আমদানির অনুমোদন দিলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, স্বর্ণ নীতিমালা ২০১৮ অনুযায়ী পরিশোধিত স্বর্ণ আমদানির পাশাপাশি অপরিশোধিত স্বর্ণ আমদানির জন্য নতুন করে অনুমোদন দেয়া হয়েছে।
তবে কাঁচামাল আমদানি করতে হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এজন্য আবেদনের সাথে অফেরতযোগ্য ৩০ লাখ টাকা জামানত জমা দিতে হবে। আর প্রতি পাঁচ বছর পর লাইসেন্স নবায়ন করতে হবে। এজন্য প্রয়োজন হবে পাঁচ লাখ টাকা।
স্বর্ণের কাঁচামাল আমদানির অনুমোদন দিয়ে গতকাল বৃহস্পতিবার ব্যাংকগুলোর জন্য নতুন এক নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই দিন আগে দেশের বড় একটি ব্যবসায়ী গ্রুপের এমডি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেন। ওই গ্রুপের অনুরোধেই দুই দিনের মাথায় স্বর্ণের কাঁচামাল আমদানির অনুমোদন দিলো দেশের কেন্দ্রীয় ব্যাংক।
বিএসডি/এমএম